মার্কিন নির্বাচনের কয়েক ঘন্টা আগে কোরীয় উপদ্বীপে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাশা হায়াশি। খবর আল জাজিরার।
তিনি জানান, স্বল্প পাল্লার ৭টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। যা জাপানের শিল্প এলাকা হায়াশির বাইরে পড়েছে বলে জানান চিফ ক্যাবিনেট সেক্রেটারি। উত্তর কোরিয়ার ছোড়া মিসাইল সীমান্ত অতিক্রম করে ৪শ’ কিলোমিটার পথ অতিক্রম করেছে বলেও নিশ্চিত করেছে জাপান প্রশাসন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়ার এমন পরীক্ষামূলক মিসাইল নিক্ষেপকে অগ্রহণযোগ্য ও জাপানের জনগণের জন্য বিপদজনক আখ্যা দিয়েছে টোকিও। এর নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়াও।
/এএম
Leave a reply