মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান সাত রাজ্যের মধ্যে তৃতীয় রাজ্য হিসেবে পেনসিলভানিয়ার ফল প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আর তার এ জয়ের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট নিশ্চিত হয়েছে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ১৯৫টি ইলেকটোরাল কলেজ ভোট।
মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। তাই এটিকে ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। ৬০তম মার্কিন নির্বাচনে সেই ম্যাজিক সংখ্যা পেতে চলেছেন ট্রাম্প। হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের সাত দোদুল্যমান রাজ্য হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।
এখন যে চার দোদুল্যমান রাজ্যের ভোট বাকি রইলো, তার মধ্যে সবকটিতেই এগিয়ে আছেন ট্রাম্প। এর মধ্যে উইসকনসিনে ৯০ ভাগ ভোট গণনা হয়ে গেছে। সেখানে ট্রাম্প কমালার চেয়ে ৪ শতাংশের বেশি ভোটে এগিয়ে আছেন। এ অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১০। এ রাজ্যে ট্রাম্প জিতলে তার ইলেকটোরাল ভোটের সংখ্যা হবে ২৭৬।
সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে প্রথমে নর্থ ক্যারোলাইনা এবং পরে জর্জিয়াতে জেতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। আর দুটিতে জিতে তার ইলেকটোরাল ভোট দাঁড়ায় ২৪৭টিতে। নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি করে। আর পেনসিলভানিয়ায় ভোটের সংখ্যা ১৯।
/এএম
Leave a reply