রাহা’র জন্মদিনে ছবি শেয়ার করলেন রনবীর-আলিয়া

|

আজ রনবীর-আলিয়ার কন্যা রাহা’র দ্বিতীয় জন্মদিন। তাই, রনবীর-আলিয়া-রাহা’র আবেগঘন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রনবীরের মা নিতু কাপুর। বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর বড়দিনে প্রথম মেয়েকে সামনে আনেন তারা। একদম প্রথমে সন্তানের জন্মের পর তারা সংবাদমাধ্যমকে অনুরোধ করেছিলেন যাতে তাদের মেয়ের ছবি না তোলা হয়। সময়মতো নিজেরাই আনবেন প্রকাশ্যে।

এমনকি, সোশ্যাল মিডিয়াতেও মেয়ের মুখ দেখাননি তার আগে মা-বাবা। তবে হঠাৎই বড়দিনে মেয়ে নিয়ে চলে আসেন আচমকাই পাপারাৎজিদের সামনে।

আলিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা কোনোদিনই চাননি মেয়েকে কখনো সামনে আনবেন না। এমনকি, বড়দিনেও রাহাকে নিয়ে পাপারাৎজিদের সামনে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন হুট করে।

তবে, আজ মেয়ের দ্বিতীয় জন্মদিনে পুনরায় ছবি শেয়ার করেন রনবীরের মা নিতু কাপুর। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে চুমু দিচ্ছেন রনবীর। চোখগুলো বন্ধ। অন্যদিকে, আলিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বামীর দিকে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply