একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে দ্বিতীয় দিনের চিঠি দেয়ার কার্যক্রম শুরু করে দলটি।
আজ যারা মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন পেয়েছেন দুজন। তারা হলেন-শেখ মোহাম্মদ শামীম ও উকিল আবদুস সাত্তার। উকিল আবদুস সাত্তার এ আসনের সাবেক সংসদ সদস্য। কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন। তিনিও বিএনপির সাবেক সংসদ সদস্য। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ আসনে মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন পেয়েছেন কামাল উদ্দিন আহম্মেদ। দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মনোনয়ন পেয়েছেন ফরিদপুর-৩ আসন। সাবেক ছাত্রদল নেতা শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর-২ আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন। আকতারুজ্জামান বাচ্চু ময়মনসিংহ-১০ আসনের মনোনয়ন পেয়েছেন। মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম-১২ আসনে মনোনয়ন পেয়েছেন। আবুল বাশার আকন্দ ময়মনসিংহ-২ আসনে মনোনয়ন পেয়েছেন। রশিদুজ্জামান মিল্লাত ও আবদুল কাইয়ুম জামালপুর-১ আসনের চিঠি পেয়েছেন। সুলতান মাহমুদ বাবু জামালপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন। রেজাউল করিম কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন। মেহেদী আহম্মেদ রুমি ও নূরুল ইসলাম আনসার কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন পেয়েছেন। এনামুল হক চট্টগ্রাম-১২ আসনে মনোনয়ন পেয়েছেন। সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন। মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন। নুরুল ইসলাম কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন পেয়েছেন। আবদুস সালাম ঢাকা-১৩ আসনে মনোনয়ন পেয়েছেন। আবুল বাশার আকন্দ ময়মনসিংহ-২ আসনে মনোনয়ন পেয়েছেন। তাহসিনা রুশদির লুনা সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছেন। ফরিদুল কবির তালুকদার জামালপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন। রেজা আহম্মেদ কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়েছেন। রফিকুল ইসলাম হেলালী নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন। লুৎফুর রহমান মতিন টাঙ্গাইল-৪ আসনে মনোনয়ন পেয়েছেন। কামাল উদ্দিন আহমেদ চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন পেয়েছেন। তৌফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িযা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন। শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন ও সিরাজুল হক মনোনয়ন পেয়েছেন জামালপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন। এজেডএম ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন। লুৎফুর রহমান মতিন টাঙ্গাইল-৪ আসনে মনোনয়ন পেয়েছেন।
চিঠি পেতে মঙ্গলবার সকাল ৯টা থেকেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষায় ছিলেন বিএনপি নেতারা। মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ নেতার পক্ষে স্লোগান দিতে থাকেন।
গতকাল সোমবার বিকাল থেকে মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। গতকাল রংপুর, রাজশাহী, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের আংশিক আসনের দলের প্রার্থীদের চিঠি দেয় বিএনপি।
আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও ময়মনসিংহের প্রার্থীদের চিঠি দেয়া হচ্ছে।
Leave a reply