যেসব আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকছে তা নিম্নে দেয়া হল-
পটুয়াখালী
পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২: সুরাইয়া আখতার চৌধুরী/শহীদুল আলম তালুকদার/সালমা আলম, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি/হাসান মামুন/মো. শাহজাহান, পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মুনির।
রংপুর
রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন/মোহাম্মদ আলী, রংপুর-৩ মোজাফফর আহমদ/রিটা রহমান, রংপুর-৫ সোলায়মান আলম/ডা. মমতাজ।
বরগুনা
বরগুনা-১: মতিউর রহমান তালুকদার/নজরুল ইসলাম মোল্লা।
ঝালকাঠি
ঝালকাঠি-২: রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো/জেবা খান, পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল, শাহজাহান মিয়া
বরিশাল
বরিশাল ১: জহিরউদ্দিন স্বপন/আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু/শহিদুল হক জামাল, বরিশাল-৩: জয়নুল আবদিন/সেলিমা রহমান, বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ/রাজীব আহসান, বরিশাল-৫: মজিবর রহমান সারোয়ার/এমাদুল হক চাঁন, বরিশাল-৬: আবুল হোসেন খান/রশিদ খান
কুড়িগ্রাম
কুড়িগ্রাম-৩: তাজভীরুল ইসলাম/আবদুল খালেক, কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান/মোখলেছুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ-১: মো. শাহজাহান মিয়া/বেলাল বাকী, চাঁপাইনবাবগঞ্জ-২: আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওয়াহেদ/হারুনুর রশীদ।
নওগাঁ
নওগাঁ-১: সালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমান/মাসুদ রানা, নওগাঁ-২: শামসুজ্জামান খান/খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩: রবিউল আলম বুলেট/পারভেজ আরেফীন সিদ্দিকী জনি, নওগাঁ-৪: শামসুল আলম প্রামানিক/একরামুল বারী টিটো, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম/নজমুল হক সনি, নওগাঁ-৬: আলমগীর কবির/শেখ রেজাউল ইসলাম।
রাজশাহী
রাজশাহী-২: মিজানুর রহমান মিনু/সাঈদ হাসান, রাজশাহী-৩: শফিকুল হক মিলন/মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪: আবু হেনা/মো. আবদুল গফুর, রাজশাহী-৫: নাদিম মোস্তফা/নজরুল মন্ডল, রাজশাহী-৬: আবু সাঈদ চাঁন/নুরুজ্জামান খান মানিক।
Leave a reply