‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করার কথা ভাবছে রাশিয়া

|

‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করার কথা ভাবছে রাশিয়া! জনসংখ্যা বাড়াতে রুশ পরিবার সুরক্ষা, পিতৃত্ব, মাতৃত্ব ও শৈশব সম্পর্কিত রাশিয়ান সংসদের কমিটির চেয়ারম্যান নিনা ওসতানিনা এই ধরনের একটি মন্ত্রণালয়ের পক্ষে একটি পিটিশন পর্যালোচনা করছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিপুল পরিমাণে সেনা হারাচ্ছে রাশিয়া। প্রকৃতপক্ষে, এই কারণে ভবিষ্যতে যাতে পর্যাপ্ত জনবলের অভাব না পড়ে সে জন্য এখনই উদ্যোগ নেয়ার কথা ভাবছে রুশ সরকার। 

জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নেয়ার পক্ষে নিজের সমর্থন দিয়েছেন পুতিনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ক্রেমলিনের ডেপুটি মেয়র অ্যানাস্তাসিয়া রাকোভা। তিনি বলেন, সবাই জানে যে, নারীদের মধ্যে প্রজনন হার বাড়ানো ও গর্ভবতী হওয়ার যোগ্যতা বাড়াতে বিশেষ টেস্ট রয়েছে। 

যে পিটিশন দায়ের করা হয়েছে তাতে নানান ধরনের প্রস্তাব আনা হয়। এতে বলা হয়, রাতের ১০টা থেকে ২টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যেতে পারে। এ ছাড়া এসময় বন্ধ রাখা যেতে পারে আলোর ব্যবস্থাও। বাড়িতে থাকা নারীদের আলাদা করে ভাতা দেয়া যেতে পারে।

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply