সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ

|

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে আফগানদের হারিয়ে সিরিজে ফেরে টাইগাররা। যেখানে নাজমুল শান্তর ব্যাটে ৭৬ রান আত্মবিশ্বাসের খোরাক হতে পারে দলের। সেই সাথে জাকের আলী আর নাসুম আহমেদের ইতিবাচক ব্যাটিং ছিলো বড় প্রাপ্তি।

সবশেষ ম্যাচে নাসুমসহ বল হাতে দারুণ ভুমিকা ছিলো তাসকিন-ফিজদের। যদিও হাতের মুঠোতে থাকা ম্যাচ কিভাবে হারতে হয়, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখিয়েছিল নাজমুল শান্তর দল। ভালো শুরুর পর ১২ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়েছিলো দল। সেখানে পরের ম্যাচে জয়, লজ্জা থেকে রক্ষা করে ফিল সিমন্সের দলকে।

উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচে কুচকিতে টান পেয়ে মাঠ ছাড়তে হয়েছিলো অধিনায়ক শান্তকে। এখনও নিশ্চিত নয় পরের ম্যাচ খেলতে পারবেন কিনা। আজই স্ক্যান করানোর কথা রয়েছে শান্তর।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply