অন্তর্বর্তী সরকারের ওপর খুশির সাথে কিছু অপছন্দও আছে ইসলামী আন্দোলনের

|

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ড. ইউনূস সরকারের ওপর খুশি তারা খুশি।তবে কিছু অপছন্দের বিষয়ও আছে।

শনিবার (১৬ নভেম্বর) পুরানা পল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য চরমোনাই পীর বলেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফ্যাসিস্ট। তাকে সরকার থেকে বহিষ্কার করতে হবে। বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারে কালবিলম্ব করা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপির অতীত যেরকম, তাতে তারাও ক্ষমতা পেলে ফ্যাসিস্ট আচরণ করবে। সংস্কার করে এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। চরমোনাই পীর গণতন্ত্র রক্ষায় আনুপাতিক ভোটের হারে নির্বাচনের ব্যবস্থার দাবি জানান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply