গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের সাতজনেরই মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হলো। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।
আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২ হাজার ৩৬৬ জন ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ৪১২ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬, চট্টগ্রাম বিভাগে ১৭২, খুলনা বিভাগে ১৫৯, বরিশাল বিভাগে ১২৩, রাজশাহী বিভাগে ৯৬, ময়মনসিংহ বিভাগে ৪৪, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের ৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন চট্টগ্রাম বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৮ জন নারী ও ২০৭ জন পুরুষ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ হাজার ৯৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
/এএম
Leave a reply