নির্বা‌চিত সরকার ছাড়া দেশে স্ব‌স্তি ফিরবে না: বুলু

|

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ডেঙ্গু প্রতি‌রো‌ধে গণ‌স‌চেতনা বাড়া‌নোর ল‌ক্ষ্যে আলোচনা সভা ও লিফ‌লেট বিতরণ কর্মসূ‌চি‌তে রাজধানীর তেজগাঁও ম‌ণিপুরীপাড়ায় এয়ার‌পোর্ট রোড সুপার মা‌র্কেটে এ কথা ব‌লেন তি‌নি।

অন্তর্বর্তী সরকা‌রের উদ্দেশ্যে বুলু ব‌লেন, দেশের জনগণের ভোট দেয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। ফ্যাসিবাদী আওয়ামী লী‌গের বিরু‌দ্ধে ছাত্র জনতার আন্দোল‌নে যারা আহত হ‌য়ে‌ছেন, তা‌দের সুচিকিৎসায় আরো কার্যকর ভূ‌মিকা নেয়ার আহ্বান জানান তি‌নি।

এসময় গণতন্ত্র পুনরুদ্ধারে দে‌শের জনগণকে নি‌য়ে বিএন‌পি ১৭ বছর ধ‌রে আন্দোলন কর‌ছে বলেও জানান তিনি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply