বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার ঘটনায় অভিযুক্ত ছেলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন বগুড়া আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দীকা।
এর আগে, গেল ১০ নভেম্বর গৃহবধূ উম্মে সালমার মরদেহ নিজ বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলেকে আটকের পর র্যাব দাবি করে, মাকে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে সাদ।
এদিকে, তদন্তের পর পুলিশ দাবি করে, মায়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নেই সাদের। বরং ভাড়াটিয়া ও তার ২ সহযোগী হত্যাকাণ্ডে জড়িত। তাদেরকে পুলিশ গ্রেফতারও করে।
পরে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন গ্রেফতার আসামিরা। এমন তথ্যের পর, সাদের জামিন আবেদন করে পরিবার।
/এনকে
Leave a reply