গাইবান্ধায় জামায়াত নেতার পরিবর্তে ইউপি চেয়ারম্যানের দায়িত্বে বিএনপি নেতা

|

গাইবান্ধা করেসপনডেন্ট :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন প্যানেল চেয়ারম্যান-২ মো. আজাদুল সরকার।  আজাদুল সরকার মহদীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি ওই ওয়ার্ড বিএনপির সভাপতি। 

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে পরিষদের সকল সদস্যদের (মেম্বার) নিয়ে আলোচনা সভা শেষে সংখ্যাগরিষ্ট ও সমর্থনে আজাদুল সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ২ জুলাই ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পান ১নং প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য জামায়াত নেতা রাহিদুল ইসলাম বাবু। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গত ১৯ নভেম্বর পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অনাস্থা প্রস্তাব করেন ইউপি সদস্যরা। গেল সংসদ নির্বাচনের আগে ইউপি চেয়ারম্যান উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম পদত্যাগ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান জামায়াত নেতা রাহিদুল ইসলাম বাবু।  

এই অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে পলাশবাড়ী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের বিরোধ দেখা দেয়। এরই জেরে গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা শহরে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  এতে পথচারীসহ উভয়ের অন্তত ২০ জন আহত হয়। এ সময় বিএনপি নেতার অফিস, বাড়ি, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮টি মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন দেয়ার ঘটনাও ঘটে।

এদিকে, ঘটনার পর থেকে উপজেলাজুড়েই উত্তপ্ত-আতঙ্কসহ থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদারের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে মহদীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল জোব্বার প্রধান জানান, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে পরিষদ পরিচালনা করবেন আজাদুল সরকার। গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগ চিঠি হাতে পাওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply