ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লাহর

|

ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এছাড়াও সম্প্রতি সশস্ত্র সংগঠনটির ছোঁড়া একটি রকেট হাইফা শহরের সিনাগগে আঘাত হানে। তবে ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী এ হামলায় কোন হতাহতের বা আহত হয়নি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, হিজবুল্লাহর ছোঁড়া মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে দেশটির হাইফাসহ আরও কয়েকটি এলাকা।

এছাড়াও দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেলআবিব জানায়, শুক্রবার একদিনে ৮০টি রকেট ছুঁড়েছে গোষ্ঠীটি।

একই দিন লেবাননের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, খিয়াম শহরে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেইর মিমাস এলাকায়, ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে কামান থেকে গোলা ছুঁড়েছে তারা। হিজবুল্লাহ জানায়, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে লেবাননের আল জেবাইন শহরেও রকেট হামলা চালিয়েছে তারা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply