পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট ২ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

|

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিক্ষার্থীদের বাড়িতে চলছে শোকের মাতম। জানাজা শেষে নিজ গ্রামের বাড়িতে ২ জনের দাফন সম্পন্ন হয়েছে।

জানাজা শেষে নিহত আইইউটি’র শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুরে কবরস্থানে সমাহিত করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় তার জানাজায় অংশ নেন সহপাঠী-স্বজনসহ গ্রামবাসীরা। এরআগে গতরাতে সাকিবের মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। পরে আহাজারীতে ভারি হয়ে ওঠে বাড়ির পরিবেশ।

নিহত আরেক শিক্ষার্থী নাঈম হোসাইনের বাড়ি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায়। এ দিন সকালে, শর্শদীর ফতেহপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এরআগে, গতরাতে এই শিক্ষার্থীর মরদেহ বাড়িতে পৌঁছানোর পরই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। নাঈমকে শেষবাড়ের মতো দেখতে ভিড় জমায় পাড়া-প্রতিবেশীরা। নিহতরা সবাই ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রংপুর মহানগরীর জুম্মাপাড়ায়েও শোকাচ্ছন্ন পরিবেশ। গতরাতেই, নিজ গ্রামে পৌঁছায় শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহিনের মরদেহ। শেষ বিদায় জানাতে জড়ো হয় স্বজন-সহপাঠীরা। বাদ জোহর, নুরুল উলুম করিমিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে তার মরদেহ দাফনের পরিকল্পনা রয়েছে।

এদিকে, পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় বিদ্যুৎ বিভাগের ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে ৩ জন কর্মকর্তা এবং ৪ জন লাইনম্যান। ঘটনার তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply