প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আগামীকাল রোববার (৩০ নভেম্বর) দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করবে ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি’। এদিন বেলা ১২টায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন তুলে দেবেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
জানা যায়, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পরদিন সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রতিবেদনের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি; যার মধ্যে রয়েছে বিগত ১৫ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গড়মিল, জিডিপি-মূল্যস্ফীতির তথ্যে নয়-ছয়, বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা, রাজস্ব আহরণে পদক্ষেপসহ নানা বিষয়। এসব বিষয়ে তুলে ধরা হবে সংবাদ সম্মেলনে।
একই সঙ্গে ব্যাংক খাতের লুটপাটের দিকটিও শ্বেতপত্রে গুরুত্ব পাবে। প্রতিবেদনে সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলোও সুপারিশ করবে কমিটি।
/এমএন
Leave a reply