অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান। শনিবার (৩০ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে ২৮২ রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে ১৭ বল বাকি থাকতেই ২৩৮ রানে শেষ হয় ভারতের ইনিংস।
টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার শাহজাইব খান ও উসমান খান। ১৬০ রানের জুটি ভাঙে ৬০ রান করা উসমান আউট হলে।
অন্যপ্রান্তে অবিচল থেকে ৫ চার ও ১০ ছয়ে অন্য ওপেনার শাহজাইব ১৪৭ বলে করেন ১৫৯ রান, যেটা যুব ওয়ানডেতে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। তাতেই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল তোলে ২৮১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ দশমিক ১ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব–১৯ দল। আইপিএলে ডাক পেয়ে হৈচৈ ফেলে দেওয়া বৈভব সূর্যবংশীর ব্যাটে আসে মাত্র মাত্র ১ রান।
১৫৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানি ব্যাটার শাহজাইব খান।
/এমএইচআর
Leave a reply