সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া

|

ইউরোপীয় ইউনিয়ন- ইইউ পন্থীদের সরকারবিরোধী আন্দোলনে এখনও উত্তাল জর্জিয়া। রোববার (১ ডিসেম্বর) পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট এলাকা।

এদিন টানা চতুর্থ দিনের মতো জর্জিয়ার রাজধানী তিবিলিসে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় হাজারও বিক্ষোভকারী। পুরো এলাকা ঘেরাও করে আতশবাজি ফুটিয়ে প্রতিবাদ জানায় তারা।

এসময় পুলিশ বাঁধা দিলে ছড়িয়ে পরে সহিংসতা। আন্দোলনকারীদের ঠেকাতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। আটক হন বহু মানুষ।

এর আগে, গত বৃহস্পতিবার ৪ বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল দেশটির ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি। এর পর থেকেই পার্লামেন্ট এলাকা ঘেরাও করে আন্দোলন করছেন ইইউ-পন্থীরা।

সরকারের এই সিদ্ধান্তে পদত্যাগ করেছেন জর্জিয়ার বেশ কয়েকজন রাষ্ট্রদূত। নিন্দা জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন সরকারি কর্মকর্তাগণ এবং দেশটির ৩ হাজারের বেশি শিক্ষক।

এদিকে বিরোধীদলের মদদে দেশে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে। তবে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে ২০২৮ সাল পর্যন্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তে জর্জিয়া সরকারের উপর ক্ষিপ্ত হয়ে দেশটির জনগণ এ বিক্ষোভে নেমেছে বলে জানা গেছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply