জাতীয় দলের বাঁহাতি পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পুত্র সন্তানের বাবা হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ভোরফাইড ফেসবুকে পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে মোস্তাফিজ লিখেছেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। ওদের জন্য প্রার্থনা করবেন।
উল্লেখ্য, পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে অনুপস্থিত আছেন পেসার মোস্তাফিজুর রহমান। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এই সিরিজে ছুটি নিয়েছিলেন ফিজ।
প্রসঙ্গত, ২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজ।
/এসআইএন
Leave a reply