খুবি শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, গণমাধ্যমকর্মীসহ বেশকয়েকজন আহত

|

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার (ডিসেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এ সময় হেলপারের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে পরিবহন শ্রমিকরা ওই শিক্ষার্থীকে মারধর করে। পরে খবর পেয়ে বাস টার্মিনাল এলাকায় খুবি শিক্ষার্থীরা জড়ো হলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন আমির সোহেলসহ ৩ জন গণমাধ্যমকর্মী আহত হন। এছাড়া, সংঘর্ষে শিক্ষার্থী ও শ্রমিকসহ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।

এদিকে, সংঘর্ষকে ঘিরে রাত ৮টা পর্যন্ত সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুল সাদাত বলেন, শিক্ষার্থীতা তাদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও রাজীব পরিবহন বন্ধে আগামীকাল সকালের মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা ক্যাম্পাসে ফিরে গেছেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply