মুক্তিযুদ্ধে ভারত তাদের কৌশলগত কারণেই সাহায্য করেছে: আনু মুহাম্মদ

|

ভারতের আগ্রাসনে বিরুদ্ধে সমালোচনা করলেই তারা মুক্তিযুদ্ধের বিষয়টি সামনে নিয়ে আসে। তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে বলে দাবি করে। এটিকে পুঁজি করে আগ্রাসন চালাতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধে ভারত তাদের কৌশলগত কারণেই আমাদের সাহায্য করেছে — এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ‘রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, সম্ভাবনা ও সংকট’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতা প্রশ্নে ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তারা মুক্তিযুদ্ধে আমাদের আশ্রয় ও সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এজন্য কেন বিজেপি, আদানী-আম্বানীদের সবকিছু দিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের একটি মিডিয়া সেল গঠন করা উচিত। এ সময় ভারত সরকারের সাথে করা চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ ও স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিলেরও পরামর্শ দেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply