ফ্যাসিস্ট সরকার দেশে যেই গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারতের অপতথ্য দুই দেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। এটি দেশটিকে জানানো হয়েছে। ভারতীয় আগ্রাসনের চেয়ে আমরা নিজস্ব শক্তি কতটুকু বাড়াতে পারি, সেটি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো হঠকারিতাকে এ সরকার প্রশ্রয় দেবে। ঐক্যবদ্ধ থাকলে অপপ্রচার চললেও দেশ এগিয়ে যাবে। এই প্রজন্ম ডিজিটাল মিডিয়াতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। তাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। কোথাও কেউ নিপীড়িত হলে তার বিপরীতে সরকার গৃহীত ব্যবস্থার কথাও প্রচার করতে হবে। ঠেকায় পড়ে নয়, আমাদের সহজাত ঐক্য বজায় রাখার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে জানান তিনি।
/আরএইচ
Leave a reply