অ্যাডিলেড টেস্টের বাকি আরও তিন দিন। এতেই রীতিমতো চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভারতের টপ-মিডল অর্ডারের ব্যর্থতায় দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১২৮ রান। এতে ইনিংস ট্রায়ালেই মেন ইন ব্লু’রা পিছিয়ে আছে ২৯ রানে।
দিনের শুরুতে ওয়ানডে গতির সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহ অর্জনে মূল ভূমিকা রেখেছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। পরে বল হাতে ভারতকে খাদের কিনারে নিয়ে গেছেন স্বাগতিক বোলাররা।
অ্যাডিলেড ওভালে আজ টেস্টের মেজাজ ভুলে ব্যাট করেছেন হেড। ঝোড়ো ব্যাটিংয়ে ১৪১ বলে ১৪০ রান করেছেন তিনি। তাতে ভর করে ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ১৮০ রানের জবাবে ৩৩৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। আগের দিন ৬৪ রান করে ভিত্তি গড়ে দিয়েছিলেন মার্নাস লাবুশেন।
বল হাতে ৯৮ রানে ৪ উইকেট পাওয়া ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ থামান হেড ঝড়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভারতের আরেক পেসার জসপ্রীত বুমরা ৬১ রানে নেন ৪ উইকেট।
১৫৭ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে। ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলের মোকাবিলা করতে হিমশিম খায় ভারতীয় টপ অর্ডার। অজি অধিনায়ক প্যাট কামিন্স দারুণ এক শর্ট বলে লোকেশ রাহুলকে ফেরানোর পর জোড়া আঘাত হানেন স্কট বোল্যান্ড।
পার্থ টেস্টের দুই নায়ক যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি দুজনেই বোল্যান্ডের অদ্ভুত লেংথের কাছে পরাস্ত হন। পরে সেট হওয়ার চেষ্টায় থাকা শুভমান গিলকে ফিরিয়ে আরও এক ধাক্কা দেন আগের দিন ক্যারিয়ারসেরা বোলিং করা মিচেল স্টার্ক।
কামিন্স বোলিংয়ে ফিরে দিনের শেষ ওভারে তুলে দেন রোহিত শর্মার উইকেট। ব্যক্তিগত ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় অধিনায়ক। দিনশেষে অপরাজিত ২৮ রানে ক্রিজে আছেন ঋষভ পন্ত। তাকে সঙ্গ দেবেন নিতিশ কুমার রেড্ডি।
/এমএইচআর
Leave a reply