গেবেখা টেস্টে শ্রীলঙ্কাকে ৩২৮ রানে থামিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা। ৩ উইকেটে ১৯১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসের ৩০ রানের লিডের সুবাদে তারা এগিয়ে আছে ২২১ রানে।
টেস্ট ক্যারিয়ারে এদিন প্রথমবারের মতো ড্যান প্যাটারসন দেখা পেয়েছেন ফাইফারের। তার কীর্তিতেই প্রথম ইনিংসে প্রোটিয়াদের পেরোতে পারেনি সফরকারী শ্রীলঙ্কা। আগের দিন এক উইকেট নেয়া প্যাটারসন এদিন শিকার করেন আরও চার উইকেট। স্বাগতিকদের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ।
স্বাগতিকদের বেশ ভুগিয়েছেন প্রভাত জয়াসুরিয়া ও বিশ্ব ফার্নান্দো। অবশ্য নবম উইকেটে তাদের ২৯ রানের জুটি ভাঙেন প্যাটারসন। ৩১ বলে ২ রান করা বিশ্বকে কট বিহাইন্ড করে পাঁচ উইকেটের উল্লাসে মাতেন তিনি। পরের ওভারে মহারাজের বলে জায়াসুরিয়া স্টাম্পড হলে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন টনি ডি জর্জি ও মার্করাম। ডি জর্জিকে বোল্ড করে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জয়াসুরিয়া। দ্রুত রান তুলে ৬৮ বলে ফিফটি করেন মার্করাম। ব্যক্তিগত ৫৫ রানে বিশ্বর বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটনকে এবার বড় ইনিংস খেলতে দেননি জয়াসুরিয়া। ৩ চারে ২৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। এরপর আর দলকে বিপদে পড়তে দেননি বাভুমা ও স্টাবস। দিনশেষে বাভুমা ৪৮ ও স্টাবস ক্রিজে আছেন ৩৬ রানে।
/এমএইচআর
Leave a reply