সিরিয়াকে আসাদ মুক্ত ঘোষণা করলো বিদ্রোহীরা

|

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দেশটিকে আসাদমুক্ত ঘোষণা করেছে। রাজধানীসহ বিভিন্ন সরকারি স্থাপনা নিজেদের দখলে নিয়েছে তারা। বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার জানান, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান আপাতত প্রধানমন্ত্রীর অধীনে চলবে।

গতরাতেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যৌথ বিবৃতি দেয় এবং রাজনৈতিক সমাধানের জন্য আহ্বান জানায়।

এর আগে, বিমানে করে দামেস্ক ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে তিনি দামেস্ক ছেড়ে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও কোথাও প্রতিরোধের কোনো লক্ষণ দেখা যায়নি। প্রায় বিনা বাধাতেই এগিয়ে গেছে সশস্ত্র বিদ্রোহীরা। এছাড়া কয়েকটি কারাগার থেকে কয়েদিদের বের করে আনার খবরও শোনা যাচ্ছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply