মেহেদী হাসান রোমান⚫
আজ থেকে ঠিক দেড় বছর বাদে উত্তর আমেরিকায় বসবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো মিলিয়ে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে বিশ্বকাপ। আসরটির পর্দা উঠবে ২০২৬ সালের ১১ জুন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেয়ার মাধ্যমে শেষ হবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি আয়োজক হিসেবে এই তিন দেশের নাম ঘোষণা করে ফিফা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবস্থান করছে কনমেবল অঞ্চলের বাছাইপর্বের টেবিলের শীর্ষে। তাই অবধারিতভাবেই আর্জেন্টিনাকে দেখা যাবে বিশ্বকাপে। শুধু আলবিসেলেস্তে ভক্তরাই না, আরও একবার আর্জেন্টিনার আর্মব্যান্ড হাতে মেসিকে বিশ্বকাপে দেখতে চাইবে ফুটবল ভক্তরা।
অপরদিকে, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এখনও যেনো ‘গোল মেশিন’। ৩৯ বছর বয়সী আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখনও খেলে যাচ্ছেন তরুণ ফুটবলারদের সাথে পাল্লা দিয়ে। মেসির মতোই রোনালদোকেও আরও একবার বিশ্বকাপের মঞ্চে দেখতে চাইবে বিশ্বের কোটি কোটি মানুষ।
যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। দীর্ঘ ৩২ বছর পর উত্তর আমেরিকায় ফিরবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। সবশেষ ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বসেছিলো ফিফা ফুটবল বিশ্বকাপ।
আসরের বাছাইপর্ব এখনও শেষ হয়নি। ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব শেষ হবে সবার আগে। ২০২৫ সালের মার্চে জানা যাবে এই কনফেডারেশন থেকে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল। এবারই প্রথম এই কনফেডারেশন থেকে নিশ্চিত একটি দলকে দেখা যাবে বিশ্বকাপে। আগে প্লে-অফ বাধা পেরিয়ে খেলতে হত এই অঞ্চলের একটি দলকে।
এরপর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে জানা যাবে মূলপর্বে এই মহাদেশ থেকে কোন ৬টি দল অংশ নিতে পারে।
এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার বাছাইপর্ব শেষ হবে আগামী বছরের নভেম্বর নাগাদ। এই তিন কনফেডারেশন থেকে চুড়ান্তপর্বে স্থান পাবে যথাক্রমে ৮,৯ ও ৬টি দল।
সবশেষে ২০২৬ সালের মার্চে জানা যাবে ইউরোপিয়ান কনফেডারেশন উয়েফা থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ১৬টি দলের নাম।
প্লে-অফ হিসেবে মহাদেশভিত্তিক দলগুলোর মোট সংখ্যার সাথে যুক্ত হবে আরও ২টি দল। এই ৪৮টি দল লড়বে বিশ্বকাপের মূল মঞ্চে।
/এমএইচআর
Leave a reply