বাউফলে পৃথকস্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার

|

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে পৃথক স্থান থেকে দু্ই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ডিসেম্বর) উপজেলার শৌলা গ্রাম থেকে গাড়ি চাপায় নিহত ও দ্বী-পাশা গ্রাম থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ করেছে বাউফল থানা পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার শৌলা গ্রামের রবিউল (৪৫) ও দ্বী-পাশা গ্রামের অবেরুন নিছা নুরজাহান (৭৭) নামের একজন বৃদ্ধা।

পুলিশ জানায়, উপজেলার শৌলা গ্রামে প্রায় দুই বছর ধরে ঘুরে বেড়ায় রবিউল ইসলাম নামে পরিচিত একজন ভবঘুরে। তীব্র শীতের কারণে রাতে রাস্তার পাশে খড়কুটোর ভিতরে ঘুমিয়েছিল রবিউল। রাতের কোনো একটা সময় মাহেদ্রা ট্রলির চাপায় তার মাথা থিতলে যায়। সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, দ্বী-পাশা গ্রামে বড় ছেলে রাইসুল হাসানের বাসায় দুপুরের খাবার খেয়ে আবেরুন নিছা নুরজাহান তার ছোট ছেলে জাকির হাসানের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে রাইসুল ঘরের পেছনে জ্বালানি কাঠ রাখার ঘরের আড়া’র সাথে প্লাস্টিকের দড়িতে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, উদ্ধারকৃত নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। উভয় ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply