মুন্সিগঞ্জে ফিলিং স্টেশনের ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

|

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনে তেলের পরিত্যক্ত ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীসহ আহত হয়েছেন ৪ জন।

পুলিশ জানায়, হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় একমাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালুর জন্য ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। পার্শ্ববর্তী এলাকার রাহাত নামে এক শিশু সেখানে কাজ করতো। তার সাথে খেলার জন্য আসতো জুনায়েত নামে আরেক শিশু।

রোববার রাতে ট্যাংক পরিষ্কারের সময় ভেতরে এক শিশুর মরদেহ দেখতে পায় শ্রমিকরা। পরে খবর দেয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসে। উদ্ধার কাজ করার সময় হঠাৎ জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে আহত হন এক ফায়ার সার্ভিস কর্মীসহ ৪ জন।

পরে রাত সাড়ে এগারটার দিকে জুনায়েতের মরদেহ উদ্ধার করা হয়। আরেক শিশু রাহাতের এখনও খোঁজ মেলেনি। জুনায়েত কীভাবে মারা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply