৪ মাসে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা কেমন ছিলো উপদেষ্টা নাহিদের?

|

লামিয়া তিথি:

গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্নে বিভোর দেশবাসী। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের কাঁধে, তাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম।

শেখ হাসিনার পতনের দাবিতে যখন রাজপথ উত্তাল, তখন থেকেই আলাদা আলোয় উজ্জ্বল ছিলেন নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারে যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার গুরুদায়িত্ব সামলাচ্ছেন শক্ত হাতে।

নাহিদদের মতো তরুণের কাছে পাহাড়সম প্রত্যাশা নতুন বাংলাদেশ নিয়ে। সেই প্রত্যাশার চাপ কতটা অনুভব করছেন তিনি? গেল চার মাসেই বা কী কাজ করলেন?

তথ্য ও সম্প্রচার নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থান যেই প্রত্যাশা নিয়ে করেছি, সেটির প্রতিফলন সমাজের সব ক্ষেত্রে দেখা যাবে। যারা ব্যক্তিগতভাবে এই আন্দোলনে জড়িত ছিলাম, আমাদের জীবনধারায় ও চিন্তা-চেতনায় সেটির প্রতিফলন অবশ্যই এসেছে।মানুষের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা হয়তো ছুতে পারিনি, তবে ধীরে ধীরে কাজগুলো করছি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কার কমিশন হয়েছে। সেই সাথে ইন্টারনেটের দাম কমানর উদ্যোগ নিয়েছি। হয়তো আর কিছু দিনের মধ্যে সেই সুবিধা জনগণের কাছে পৌছাতে পারবো।

আওয়ামী শাসনামল নিয়ে অভিযোগ বিস্তর। সে সময়ে নেয়া প্রকল্পগুলোর কী হবে? নাহিদের সাফ জবাব, অপ্রয়োজনীয় হলেই সেটা ছেটে ফেলতে দ্বিধা করবে না অন্তর্বর্তী সরকার।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের সকল প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। দুনীতির জায়গা বের করা হয়েছে। সে অনুযায়ী শাস্তি দেয়া হচ্ছে। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়া হচ্ছে।

অন্তবর্তী সরকার বার বার বলে এসেছে, তারা দায়বদ্ধ জুলাই বিপ্লবের শহীদ আর আহতের প্রতি। তাদের নিয়েই বা কী পরিকল্পনা বর্তমান সরকারের?

উপদেষ্টা নাহিদ বলেন, এই সরকারের প্রথম প্রায়োরিটি জুলাইয়র আহত ও শহীদের পরিবার। আহত ও শহীদ পরবারের পরবর্তী প্রজন্মের জন্য কাজ করে যাবে এটা অন্তবর্তীকালীন সরকারের কমিটমেন্ট।

স্বাস্থ্য খাতের অব্যস্থাপনা নিয়েও ক্ষুব্ধ উপদেষ্টা নাহিদ। বলেন, জুলাই আন্দোলনে আহতদের শুরুর দিকে ভালো করে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। যদিও পরে সেটি গুরুত্বের সাথে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply