নাতনি রিমের মৃত্যুর পর ইসরায়েলি হামলায় নিহত হলেন দাদা খালেদ

|

আত্মার আত্মা! ২০২৩ সালের ২৯ নভেম্বর রিমের মৃত্যুর পর নিথর নাতনিকে বুকে জড়িয়ে কাঁদছিলেন আর এই কথাটিই বারবার বলছেন। তার কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, খালেদ নাভানের সাথে কেঁদেছিলো পুরো বিশ্ব। এক বছর যেতে-না-যেতেই এবার ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন রিমের দাদা খালেদ নাভান। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৬ ডিসেম্বর)গাজার নুসাইরাত শরণার্থী শিবিরেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন খালেদ নাভান। গাজায় যুদ্ধের ৪৩৭তম দিনে তিনি শহীদ হলেন।

২০২৩ সালের ২৯ নভেম্বর, গাজার দেইর আল-বালাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় খালেদ নাভানের তিন বছর বয়সী নাতনি রীম এবং পাঁচ বছর বয়সী নাতি তারেক নিহত হন। সেই সময় তিনি রীমের নিথর দেহ কোলে নিয়ে বলেন, “রূহ আল-রূহ” (আত্মার আত্মা)। এই হৃদয়স্পর্শী মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে সারা বিশ্বের হৃদয়ে দাগ কেটেছিল।  

নাতনি ও নাতির মৃত্যুর পর খালেদ শোককে শক্তিতে পরিণত করেন। তার পরিবার এবং সমাজের জন্য একজন আশ্রয়স্থল ছিলেন তিনি। শিশুদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন, যার নাম ‘রিম: সোল অফ দ্য সোল’, যেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে ছোট ছোট শিশুদের খেলনা বিতরণ ও আনন্দ দেয়ার চেষ্টা চালানো হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply