রোহিঙ্গা ক্যাম্পের পুরোনো ভিডিওকে ইজতেমা মাঠ সংলগ্ন অগ্নিকাণ্ডের দৃশ্য বলে দাবি

|

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বেশ ক’দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর প্রেক্ষিতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই প্রেক্ষিতে আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অগ্নিকাণ্ডের দৃশ্যটি টঙ্গীতে ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। যদিও ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের মাধ্যম রিউমার স্ক্যানারের জরিপে সেটি গত জুন মাসে রোহিঙ্গা ক্যাম্পের আগুনের দৃশ্য।

গত জুন মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনের স্পষ্টত দৃশ্যের ভিডিওটিই ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী জায়গার আগুন বলে প্রচার করা হয়।

এ বিষয়ে অনুসন্ধানে এমডি রাব্বি খান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে “আমাদের রাজশাহী” নামের একটি ফেসবুক গ্রুপে ‘কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন’ শীর্ষক ক্যাপশনে চলতি বছরের গত ২ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়। আগুনে ওই বসতবাড়ির সাতটি টিনশেড কক্ষ পুড়ে গেছে। এদিকে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটলেও উক্ত স্থানে কোনো অগ্নিকাণ্ডের খবর মেলেনি।

সুতরাং, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনার পুরোনো দৃশ্যকে টঙ্গীতে ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনের বিস্তারিত পড়া যাবে এই লিঙ্কে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply