ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালিয়েছে হুতিরা

|

ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হুতিদের প্রকাশ করা ফুটেজে দেখা যায় একটি হাইপারসনিক মিসাইল ছোঁড়া হচ্ছে। খবর রয়টার্স।

তবে কোথা থেকে এটি নিক্ষেপ করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। সম্প্রতি, তেলআবিব লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলার দাবি করছে হুতিরা। পাল্টা জবাবে বৃহস্পতিবার ইয়েমেনের সানা ও হোদেইদাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের আগ্রাসনের জবাবে গত একবছর ধরেই লোহিত সাগর, এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত বেশকয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply