ঘরের মাঠে রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা

|

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে আজ আতিথ্য জানাবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে দুদলের লড়াই। ম্যাচটি অনুষ্ঠিত হবে অলিম্পিক স্টেডিয়ামে।

লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না কাতালানদের। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও, একের পর এক ম্যাচে হোঁচট খেয়ে পয়েন্টের হিসেবে তাদের ধরে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে জয় পেলেই বার্সার সমান পয়েন্ট হবে মাদ্রিদের। যদিও গোলব্যবধানে শীর্ষেই থাকবে কাতালানরা।

এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৮। ১২ জয় ও দুই ড্রয়ের বিপরীতের হ্যান্সি ফ্লিকের দলের হার চারটি। অন্যদিকে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৩৫। তবে তারা বার্সার চেয়ে ম্যাচ কম খেলেছে দুইটি (১৬)।

এদিকে, ঘরের মাঠে পূর্ণ পয়েন্ট নিশ্চিতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরিয়েছে বার্সেলোনার খেলোয়াড়রা। নতুন মৌসুমে দারুণ সূচনার পর সবশেষ ৬ ম্যাচে সেরাটা দিতে ব্যর্থ হয় কাতালানরা। একটি জয়ের বিপরীতে দুটি ড্র এবং তিনটিতেই হারের মুখ দেখেছে তারা। আর দারুণ ছন্দে থাকা অ্যাটলেটিকো তাদের সবশেষ ৬ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply