আইসিসি থেকে সুখবর পেলেন মেহেদী-তাসকিন

|

ওয়েস্ট ইন্ডিজ সফরে মিশ্র একটি অভিজ্ঞতা হয়েছে টাইগারদের। টেস্ট সিরিজ ড্র করলেও সাদা বলের দুই ফরম্যাটে রীতিমতো দুই ধরণের পারফরম্যান্স এসেছে তাসকিন-মিরাজদের থেকে। ওয়ানডেতে ধবল ধোলাইয়ের পর টি-টোয়েন্টিতে অবশ্য প্রতিশোধ নিয়েছে লিটন দাসের দল। সিরিজ শেষে এবার সংক্ষিপ্ততম ফরম্যাটের জন্য আইসিসি থেকে সুখবর পেলেন টাইগার স্পিনার শেখ মেহেদী হাসান ও স্পিড স্টার তাসকিন আহমেদ।

বুধবার (২৫ ডিসেম্বর) খেলোয়াড়দের র‍্যাঙ্কিং তালিকা হালনাগাদ করেছে আইসিসি। প্রকাশিত সেই র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদী হাসান। এর পরের ১১ নম্বর অবস্থানেই রয়েছেন তাসকিন আহমেদ।

সর্বশেষ উইন্ডিজ সিরিজে বল হাতে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী হাসান। পাওয়ার প্লেতে বোলিং করার মত কঠিন কাজটি করেছেন অনায়াসেই। ক্যারিবীয় ব্যাটারদের রুপে আবির্ভূত হতে দেননি এই টাইগার স্পিনার। তিন ম্যাচ খেলে শিকার করেছেন আট উইকেট। ওভার প্রতি দিয়েছেন মাত্র ৫.৭৫ রান। দুর্দান্ত এই বোলিংয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম বারের মত সিরিজ সেরাও হয়েছেন এই তিনি। যার ফলস্বরুপ র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী।

উইন্ডিজ সিরিজে ভালো বোলিংয়ের পুরষ্কার পেয়েছেন তাসকিন আহমেদও। আগের অবস্থান থেকে ৮ ধাপ এগিয়েছেন এই স্পিড স্টার।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply