সমতা ও সম্মানের ভিত্তিতে যে চুক্তি হয়েছে, তাতে আমরা আনন্দিত। সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে স্পিরিট প্রদর্শন করাই ক্রিকেটের আসল রূপ। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচী প্রকাশ করার পর এমন বিবৃতি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
আগামী তিন বছর নিজেদের মাটিতে আইসিসির সব আসর একই মডেলে করতে রাজি হয়েছে ভারত, তাতেই জয় হয়েছে পাকিস্তানের, এমন মন্তব্য করেছেন তিনি।
১৯৯৬ সালের পর অর্থাৎ ২৯ বছর পর আবারও আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। তবে সেটা এককভাবে হবার কথা থাকলেও ভারতের আপত্তি ও সেখানে না খেলতে যাওয়ার ইচ্ছে প্রকাশে হাইব্রিড মডেলেই রাজি হতে হয়েছে পিসিবিকে।
তবে এবার পাকিস্তান অনড় থাকায় সমঝোতা করতে হয়েছে ভারতকেও। আগামী তিন বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ইভেন্টেও অংশ নেবে না পাকিস্তান। ভারতে সব টুর্নামেন্টও হবে তাই হাইব্রিড মডেলে। তাইতো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশের পর সন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি।
বোর্ডের এক বিবৃতিতে মহসিন বলেন, আমি অন্তরের অন্তস্থল থেকে আইসিসির সব কর্মকর্তাদের ধন্যবাদ দিতে চাই, যারা সম্মতির মাধ্যমে এই টুর্নামেন্ট আয়োজনে কাজ করেছে। তাদের প্রচেষ্টা আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি অপরিসীম। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন পাকিস্তানের জন্য বড় মাইলফলক। এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমাদের নিবেদন এবং বড় টুর্নামেন্ট আয়োজনে সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাব। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবাইকে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আতিথেয়তার স্বাদও সবাইকে দিতে চাই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ও আইসিসির চেয়ারম্যান জয় শাহও জানিয়েছেন প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জয় শাহ জানিয়েছেন ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক রোমাঞ্চিত তিনি।
এদিকে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও উচ্ছ্বাস প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করার পর। টুর্নামেন্টে ভালো করার প্রত্যয়ের পাশাপাশি পাকিস্তানিদের আতিথিয়েতার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। একইসাথে পাকিস্তানের পাশাপাশি অন্য দলগুলোকেও সমর্থন দেবার আহ্বান জানিয়েছে রিজওয়ান।
/এমএইচআর
Leave a reply