চরম সংকট চলছে নগদ ডলারের। ব্যাংক থেকে মানি এক্সচেঞ্জ; কোথাও নেই ডলারের দেখা। খোলাবাজারেও দাম চড়া। বুধবার (২৫ ডিসেম্বর) প্রতি ডলারের জন্য গুণতে হচ্ছে ১১৯ টাকার কিছু বেশি। আর খোলা বাজারে বিক্রি হচ্ছে ১২৭ টকায়।
ডলার সংকটে বিপাকে পড়েছেন শিক্ষা ও চিকিৎসার জন্য বিদেশগামীরা। বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও।
কয়েক মাস স্থিতিশীল থাকার পর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ধর্ণা দিয়েও মিলছে না ডলার। বিদেশগামীদের অনেকে বিকল্প বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছেন গন্তব্যে। সংকটের কথা জানাচ্ছেন ব্যাংকাররাও।
একই অবস্থা মানি এক্সচেঞ্জেও। সরকার নির্ধারিত দামে ডলার লেনদেন সম্ভব হচ্ছে না বলে জানান এক্সচেঞ্জ মালিকরা। আর খোলা বাজারে ডলার কিনতে হচ্ছে ১২৭ টাকার ওপরে।
বাংলাদেশ মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন সভাপতি এস এম জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের বৈষম্যমূলক আচরণের কারণে ডলার বাজারে অস্থিরতা কাটছে না।
ডলার বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামে রফতানি মূল্য পরিশোধ করলেও ঋণপত্র খুলতে গুণতে হচ্ছে বাড়তি টাকা।
/এটিএম
Leave a reply