চুয়াডাঙ্গায় স্কুলের ডিজিটাল বোর্ডে লেখা ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় সমালোচনা ও হইচই শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

আন্দুলবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান জানান, বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের পূর্বে ভেসে ওঠায় স্থানীয় লোকজন দেখেই মোবাইল ফোনে জানায়। এরপর দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply