চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসেন (৪৮) নামের এক শ্রমিকদল নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল এলাকায় থাকতেন। মীর আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মীর আরমানের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে আমরা জানতে পেরেছি। কে বা কারা এই এ ঘটনা ঘটিয়েছে, এ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
/এএম
Leave a reply