এবার যুক্তরাষ্ট্রে ঘটলো বিমান দুর্ঘটনা। সাউথ ক্যালিফোর্নিয়ার একটি ফার্নিচারের দোকানের ওপর আছড়ে পড়ে বিমানটি। এতে প্রাণ গেছে ২ আরোহীর। আহত হয়েছে কমপক্ষে ১৯ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রকাশ করা হয়েছে বিমান বিধ্বস্তের ভিডিও।
ভিডিওচিত্রে দেখা যায়, আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নেয়া হয়েছে হাসপাতালে।
ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত প্রক্রিয়া চলমান।
/এএম
Leave a reply