স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ ঘিরে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। সংবাদ দৃষ্টিগোচর হতেই তদন্তে নেমেছে জেলা প্রশাসন।
শুক্রবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসন থেকে শিক্ষা অফিসের কাছে তদন্ত করে রিপোর্ট চাওয়া হয়েছে। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী ফাতেমা তুল জান্নাত।
ফাতেমা তুল জান্নাত জানান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সব বিদ্যালয়ে পাঠ্যবই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে বিষয়টি সরাসরি মনিটরিং করা হচ্ছে। কোনো ধরনের অর্থ নেয়ার সুযোগ নেই।
তিনি আরও জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে শিক্ষা অফিসকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দিয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি বই বিতরণকে কেন্দ্র করে মু্ন্সিগঞ্জ সদরের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীর কাছ থেকে ১শ টাকা করে নেওয়ার অভিযোগ উঠে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বই বিতরণের দিন শিক্ষার্থীদের কাছ থেকে ১শ টাকা ও ছাড়পত্র দিতে দুইশত টাকা আদায় করে স্কুল কর্তৃপক্ষ। অথচ সরকার প্রাথমিক বিদ্যালয়ে বইসহ প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া ফ্রি করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা।
তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম সিকদার।
/এএস
Leave a reply