‘খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের সার্টিফাইড কপি পেলেই রিট’

|

খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সার্টিফায়েড কপি নির্বাচন কমিশন (ইসি) থেকে পেলেই উচ্চ আদালতে এর বিরুদ্ধে রিট করা হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবীর সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন।

রোববার সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

জয়নুল আবেদিন বলেন, আদেশটিতে তারা কী পরিপ্রেক্ষিতে ভিন্নমত পোষণ করেছেন, এ আদেশের সার্টিফায়েড কপি আমরা এখনও পাইনি। আমাদের প্রতিনিধি ওখানে আছে। সার্টিফায়েড কপি পাওয়ার সঙ্গে সঙ্গে এ আদেশের বিরুদ্ধে আমরা দেশের সর্বোচ্চ আদালতে রিট আবেদন দাখিল করব।

এর আগে আপিলেও ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি।

গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের পক্ষে রায় দেন।

অন্যদিকে কমিশনার মাহবুব তালুকদার তিনটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ফলে পাঁচজনের মধ্যে চার-এক ভোটে খালেদা জিয়ার আপিল খারিজ করা হয়।

এর আগে খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন।

কিন্তু গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই করে তিন আসনের রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply