কাস্টমস কর্মকর্তা আহত হওয়ার প্রতিবাদে বেনাপোলে মানব বন্ধন

|

বেনাপোল প্রতিনিধি
সিলেটের তামাবিল শুল্ক ষ্টেশনে কাস্টমস কার্যক্রমের বাধা ও  বিজিবি সদস্য কর্তৃক ৬ কাস্টমস কর্মকর্তা আহত হওয়ার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ রবিবার সকালে বেনাপোল কাস্টমস হাউসের সামনে খুকাএভ ও বেনাপোল কাস্টম হাউস এক্সিউটিভ অফিসার এ্যাসোসিয়েশনের আহ্বানে এক ঘণ্টা কর্মবিরতিসহ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করে এ সমাবেশে যোগদেয় বেনাপোল বন্দর ব্যবহারকারী সকল সংগঠনের কর্মকর্তাগন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খুকাএভ ও বেনাপোল কাস্টম হাউস এক্সিউটিভ অফিসার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা আবদুল্লাহ্ আল-মামুন,বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বন্দরের সিবিএ নেতা মনির হোসেন মজুমদার, সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্ব নাথ কুন্ডু ও নাদিম আহমেদ প্রমুখ।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply