শামীম আল মামুন
টাঙ্গাইলের আটটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২৩জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তারা হচ্ছেন,
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির ফকির মাহবুব আনাম স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির শামছুল আলম তোফা ও কৃষক শ্রমিক জনতা লীগের মো. রফিকুল ইসলাম।
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপির মাঈনুল ইসলাম ও কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুর রশীদ মিয়া।
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে বিএনপির লুৎফর রহমান মতিন, শুকুর মাহমুদ, আব্দুল হালিম মিয়া ও বেনজীর আহমেদ টিটো, কৃষক শ্রমিক জনতা লীগের আজাদ সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের এসএম আবু মোস্তফা।
টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপির ছাইদুল হক ছাদু ও কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির নুর মোহাম্মদ খান, ওয়াকার্স পার্টির মাকসুদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) রবিউল আওয়াল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ) সৈয়দ নাভেদ হোসেন।
টাঙ্গাইল-৭(মির্জাপুর) বিএনপির সাইদুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের লিলি বেগম ও ওয়ার্কার্স পার্টির গোলাম নওজন চৌধুরী।
টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।
Leave a reply