প্রতিকি ছবি
বিশ্ব ভালোবাসা দিবসের পর দিন ১৫ ফেব্রুয়ারি পালিত হয় (সিঙ্গেলস অ্যাওয়ারনেস ডে) বা একক সচেতনতা দিবস। মূলত সঙ্গীবিহীন জীবনের প্রতি করুণা নয় বরং বিশ্বকে জানিয়ে দিন আপনি সিঙ্গেল। আর এটা আপনার নিজের সিদ্ধান্ত যা নিয়ে আপনি খুশি। দিনটিকে উদযাপন করুন নিজের খুশি মতো।
মূলত, সিঙ্গেলস ডে আত্ম-প্রেম, নিজেকে জানার ও বোঝার এবং নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে উৎসাহিত করে।
এছাড়াও ভালোবাসা দিবসে যারা অবিবাহিত অথবা সঙ্গীহীন, সেই সব মানুষদের জন্যই এই দিনটির সূচনা। আবার যারা শেষ বয়সে একা থাকেন। তারাও এই দিনটি পালন করতে পারেন।
ভালবাসা দিবসের পরদিন দিনটি বেছে নেওয়ার কারণ ছিলো, যাতে সিঙ্গেলরা নিজেদের দুঃখিত না মনে করে বরং এই দিনটিকে উদযাপন করতে পারে।
প্রসঙ্গত, ২০০১ সালে হাই স্কুল ছাত্র ডাস্টিন বার্নস তার বন্ধুদের সঙ্গে মিলে একাকিত্ব উপভোগ করার জন্য একটি দিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলো। সেখান থেকেই এর উৎপত্তি। একক সচেতনতা দিবসটি বিচ্ছিন্নতার অনুভূতি থেকেই তৈরি হয়েছিলো।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে
/এসআইএন
Leave a reply