‘ট্রিপল সেঞ্চুরির’ দ্বারপ্রান্তে ভিরাট কোহলি

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভিরাট কোহলি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে ভারত। এই ম্যাচে মাঠে নামলেই এক রেকর্ডের মালিক হবেন ভিরাট। ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে ৩০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আজকের ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ কোহলির এই মাইলফলক ছোঁয়া।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেছিলেন কোহলি, যেখানে তিনি ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। সবচেয়ে কম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করতে গিয়ে ভেঙে দেন তারই স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড শচীন টেন্ডুলকারের, যার নামের পাশে রয়েছে ৪৬৩ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৩৪৭টি ওয়ানডে। তালিকায় পরের নামগুলো হলো রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং যাদের ম্যাচসংখ্যা যথাক্রমে ৩৪০, ৩৩৪, ৩০৮টি এবং ৩০১টি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply