ম্যান বুকার পুরস্কার জিতলেন জর্জ সন্ডার্স

|

দ্বিতীয় মার্কিন লেখক হিসেবে ব্রিটেনের সম্মানজনক ম্যান বুকার পুরস্কার জিতে নিলেন জর্জ সন্ডার্স। মঙ্গলবার, পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে নিয়ে ‘লিঙ্কন ইন দ্য বার্ডো’ উপন্যাস লিখে সন্ডার্স জিতে নেন এ পুরস্কার। সাধারণত ছোট গল্পকার হিসেবে পরিচিত হলেও প্রথমবারের মতো উপন্যাস লিখেই সম্মানজনক এ পুরস্কার পেলেন ৫৮ বছর বয়সী সন্ডার্স।

ছেলের মৃত্যুর পর যে হতাশা এবং মানসিক কষ্টের মধ্য গেছেন আব্রাহাম লিঙ্কন, সেটি উপন্যাসে তুলে ধরেন লেখক। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন, ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলিয়া পার্কার। এ পুরস্কারের আথির্ক মূল্য ৫০ হাজার পাউন্ড। ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ব্রিটেনের দুই জন, আমেরিকার ৩ জন এবং পাকিস্তানি বংশোদ্ভুত এক ব্রিটিশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply