বিএনপির আরও ৩ প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া নাটোর ১-এ কামারুন্নাহারকে এবং মানিকগঞ্জ ১-এ খন্ধকার আব্দুল হামিদ ডাব্লুকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রার্থিতা স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে- জামালপুর-৪ এ শামীম তালুকদার, জয়পুরহাট-১ এ ফজলুল রহমান ও ঝিনাইদহ ২-এ আব্দুল মজিদের প্রার্থিতা।
এদিকে মানিকগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবীরের প্রার্থিতা বাতিল করে খন্দকার আব্দুল হামিদ ডাব্লুকে এবং নাটোর-১ এ কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থিকে বাদ দিয়ে বিএনপির কামরুন্নাহারকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা চেয়ারম্যান বশিউরউল্লাহর মনোনয়ন।
Leave a reply