বিএনপি নয় বরং ক্ষমতাসীনরাই ভোট কারচুপির ছক কষছে। যা দেখেও অসহায় ও নির্বিকার নির্বাচন কমিশন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার যোগ দেয়ার আগে এই অভিযোগ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে। আমাদের দায়িত্ব জনগণকে ঐক্যবদ্ধ করে সেই ষড়যন্ত্র রুখে দেয়া।
এরআগে সকালে ভিডিও কনফারেন্সিং-এ নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন চক্রান্ত করছে বিএনপি। মুজিব কোট পরে, ছাত্রলীগ-যুবলীগের ব্যাজ বানিয়ে কেন্দ্রে-কেন্দ্রে গোলমালের ষড়যন্ত্র করছে দলটি। ভোট কারচুপির দুরভীসন্ধ করছে।
Leave a reply