ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগের জন্য ব্যবহৃত সহস্রাধিক ক্যাবল হ্যাক করার অভিযোগ ওঠেছে চীনের বিরুদ্ধে। অভিযোগ, বিগত কয়েক বছর ধরে ক্যাবল হ্যাকের মাধ্যমে ইইউ’র তথ্য হ্যাক করে আসছে এশিয়ার প্রভাবশালী এ দেশটি।
ইইউ’র কূটনৈতিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ চীন, রাশিয়া ও ইরান কর্তৃপক্ষের সঙ্গে কীভাবে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তা হ্যাকিংয়ের মাধ্যমে বেরিয়ে এসেছে।
তথ্যচুরির এ ঘটনা প্রথম প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এরিয়া-ওয়ান। জানা যায়, সাইবার হামলা চালানো ১১০০ ক্যাবল থেকে হাজার হাজার স্পর্শকাতর তথ্য হ্যাকাররা ডাউনলোড করেছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘদিন ধরে ইইউ’র তথ্য চুরি করে আসছে হ্যাকাররা। এ হ্যাকারদের সঙ্গে চীনের পিপলস লিবারেশন আর্মিরও যোগসাজশ রয়েছে। ফাঁস করা তথ্যের মধ্যে গত জুলাইয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে ‘সফল’ বলে উল্লেখ করেন ইইউ কূটনীতিকরা।
Leave a reply