আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মিলে বিভিন্ন থানার ওসিরা ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মরণকামড় দিচ্ছে। আজ রাত থেকে বিএনপির আরও কয়েকগুণ নেতাকর্মীকে গ্রেফতার করা হবে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সরকারের পক্ষে নগ্নভাবে নির্বাচনী মাঠে নেমেছেন কর্মকর্তারা।
সেনাবাহিনী মোতায়েন করা হলে জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করে তিনি। রিজভী জানান, তফসিল ঘোষণার পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ২৫৮, গ্রেফতার করা হয়েছে ৬ হাজার ৬৭৫ জনকে এবং হত্যার শিকার হয়েছেন ৪ বিএনপি নেতাকর্মী।
Leave a reply