সারা বাংলায় ধান কেটে কেটে তোলা হচ্ছে নৌকায়: কাদের

|

সারাদেশে তলে তলে ধানের শীষের লোকেরাও আওয়ামী লীগের হাত ধরে নৌকায় উঠছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার কবিরহাট উপজেলার জনতা বাজার, চরমণ্ডলিয়া এলাকার বিভিন্ন স্থানে পথসভা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষ নৌকায় উঠানো হচ্ছে। সারা বাংলায় ধান কেটে কেটে তোলা হচ্ছে নৌকায়।

বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’তে পরিণত হয়েছে। প্রতিদিন নির্বাচন কমিশন আর বিদেশিদের কাছে নালিশ জানায়। কাদের বলেন, ‘তারা নির্বাচন কমিশন একটা পেয়েছে। প্রতিদিন নির্বাচন কমিশনে আর কোনো পার্টি না যাক, বিএনপি আছে। কেন যায়? নালিশ, নালিশ, নালিশ।’

তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে কাদের বলেন, ২২ বছরে এই এলাকায় কী কাজ করেছেন? উনার কয়টা কাজ আপনার দেখাতে পারবেন।

নেতাকর্মীদের উদ্দেশে স্লোগান দিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার তুলনা কারো সঙ্গে চলে না। ৩০ ডিসেম্বর সারা দিন নৌকা মার্কায় ভোট দিন। যে ভালো কাজ করেছে বিচার করে তাকেই ভোট দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply